ঢাকা বিশ্ববিদ্যালয়‘কালো দিবস’এর সমাবেশ

_DSC4184২০০৭ সালের ২০-২৩ শে আগষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনা সদস্যদের ছাত্র-শিক্ষকদের ওপর তা-বলীলা, শিক্ষকদের বাসা থেকে চোখ বেধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পীড়ন, বারো দিনের রিমান্ড শেষে ৫ মাস কারাবন্দি ও তথাকথিত বিচারের নামে ২ বছর সাজা ইত্যাদি ঘটনা স্মরণে ২৩ শে আগষ্ট অপরাজেয় বাংলার সম্মুখে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ‘কালো দিবস’ এর সমাবেশে ঐ নির্যাতনের শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “সে দিনের ঐ ঘটনা ছিল বাহিনী সৃষ্ট সন্ত্রাস।

Post MIddle

আমরা নৈতিক টানে বিপন্ন শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছিলাম। এ ঘটনা থেকে একটিই শিক্ষা আর তা হচ্ছে বাংলাদেশে কী ব্যক্তি, বাহিনী বা জঙ্গীগোষ্ঠীর কেনো সন্ত্রাসের স্থান নেই।”

কবি ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, ড. আনোয়ার হোসেন, ড. নিমচন্দ্র ভৌমিক, ড. খন্দকার বজলুল হক, ড. জিনাত হুদা, ড. গোলাম রব্বানী, ড. মশিউর রহমান, ড. এম এম আকাশ, ড. শফিক উজ জামান প্রমুখ।

পছন্দের আরো পোস্ট