জাবি শিক্ষার মান বৃদ্ধিতে কর্মশালা

ju photoজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘ওয়ার্কসপ অন সেলফ্ এ্যাসেসমেন্ট রিপোর্ট রাইটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় সিনেট হলে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

Post MIddle

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত দক্ষতা ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আইকিউএসি বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তাগণ যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকা-ে ইতিবাচক ফল আসবে বলে তিনি মনে করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক অজিত কুমার মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবুল কাশেম, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারীসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

পছন্দের আরো পোস্ট