খুবিতে ভর্তি পরীক্ষা ৩, ৪ ও ৫ নভেম্বর

khulna-universityখুলনা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে (২০১৬-১৭) প্রথম বর্ষে আরও একটি নতুন স্কুল (অনুষদ) ও দুইটি ডিসিপ্লিন (বিভাগ) চালু হচ্ছে। আইন স্কুল নামে এই নতুন স্কুলের অধীন আইন ও বিচার ডিসিপ্লিন এবং বর্তমান কলা ও মানবিক স্কুলের অধীন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন নামে নতুন দুইটি ডিসিপ্লিন চালু হচ্ছে এবং চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন এ দুইটি ডিসিপ্লিনের প্রত্যেকটিতে ৪০ টি করে মোট ৮০ টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া স্থাপত্য ও গণিত ডিসিপ্লিনে ৫ টি করে মোট ১০ টি এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের ২ টি আসন বাড়ানো হচেছ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

Post MIddle

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। ভর্তি কমিটির সদস্য ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ সময় উপস্থিত ছিলেন। এর ফলে চলতি শিক্ষা বর্ষে নতুন ৯২টি আসন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে মোট আসন সংখ্যা দাঁড়াবে ১২১০টি এবং ডিসিপ্লিনের সংখ্যা ২৮ টিতে উন্নীত হবে। খুবশীঘ্রই ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়। উল্লেখ্য, আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট