বাংলাদেশ ফরেন পলিসিপিডিয়ার মোড়ক উন্মোচন

IMG_1017ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এবং ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ মিলনায়তনে বাংলাদেশ ফরেন পলিসিপিডিয়া-এর প্রকাশিতব্য ১৫ খন্ডের মধ্যে প্রথম দুটি খন্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল (২৩ আগস্ট ২০১৬) মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ফরেন পলিসিপিডিয়ার জেনারেল এডিটর ড. ইমতিয়াজ আহমেদ।

প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রকাশনা পূর্ব মোড়ক উন্মোচনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং এই উদ্যোগের প্রশংসা করেন।

পছন্দের আরো পোস্ট