“স্বপ্ন যার ক্যামেরার ফ্রেমে বন্দী”

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলোজি (বিইউএফটি) ক্যাম্পাসে সবার কাছে পরিচিত শুভ নামে, তিনি শুভ জ্যোতি মজুমদার। ক্যামরার হাতে কড়ি নেনে পাঠশালা থেকে, কারণ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বাংলার এই প্রকৃতি এবং জীব বৈচিত্র্য কে বিশ্ব দরবারে তুলে ধরবেন ক্যামরা নামক তৃতীয় চোখ দিয়ে। তাই কাঁধে ক্যামেরা আর বুকে লালন করা স্বপ্ন নিয়ে প্রায় বেরিয়ে পড়েন জীব বৈচিত্র্যের ছবি তোলতে।

Post MIddle

২০ অগাস্ট, ২০১৬ ফেইসবুক ভিত্তিক সংঘটন “ফটোগ্রাফি ইজ মাই হবি” ধানমন্ডির দৃক গ্যালারীতে প্রদর্শনের জন্য শুভর একটি ছবি নির্বাচিত হয়। এছাড়া ২০১৬ সালের জানুয়ারি মাসে ফ্রেম আর্টস, মিডিয়া পয়েন্ট এবং ফটোগ্রাফি ওয়ার্ল্ড আয়োজিত ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশনে শুভর দুটি ছবি নির্বাচিত হয় প্রদর্শনীর জন্য। শুভর স্বপ্ন এবং ইচ্ছে দুটিই তৃতীয় চোখ দিয়ে বাংলার রূপ এবং জীব বৈচিত্র্য কে বিশ্বের দরবারে তুলে আনা, যাতে কবির মতো সবাই বলেতে পারে “আমি বাংলার রূপ দেখিয়াছি আর দেখিতে চাই না পৃথিবীর রূপ”। #

আরএইচ

পছন্দের আরো পোস্ট