রাবিতে বাঁধনের ফ্রি ব্লাড গ্রুপিং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ মাদার বখ্শ হল শাখার উদ্যোগে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় হল গেটে কর্মসূচির উদ্বোধন করেন মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।

Post MIddle

 বাঁধন মাদার বখ্শ হল শাখার সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন বাঁধনের ওই হল শাখা সভাপতি আল-আমিন। এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, রাবি জোনাল পরিষদের উপদেষ্টা ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইমদাদুল হক সোহাগ প্রমূখ ।

ড. মো. তাজুল ইসলাম বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মুর্মূষু রোগীদের প্রয়োজনে রক্তদানে বাঁধন সারাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছে । যেখানে জঙ্গীরা মানুষের মূল্যবান জীবন কেড়ে নিচ্ছে সেখানে বাঁধন রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসছে। এভাবে নিজের রক্তদিয়ে মানুষের জীবন বাঁচাতে বাঁধন যে কাজ করছে তা সত্যি প্রশংনীয়।

প্রফেসর ড. মো. তাজুল ইসলামের রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে কর্মসুচিটি শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়। এ সময় বাঁধন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাসিন কবির, রাবি জোনাল পরিষদের সভাপতি আল-মামুন, উপদেষ্টা ইকরামুল হোসেন সবুজ, আল-আমিন হোসেন আকাশ প্রমুখ ।##

পছন্দের আরো পোস্ট