ইবির ইতিহাস বিভাগে দিনব্যাপী কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে “আত্ম-সমালোচনায় সচেতনতা তৈরির কৌশল” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিভাগের সেলফ-অ্যাসেসম্যান্ট কমিটির আয়োজনে বিভাগীয় সভাপতির কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Post MIddle

বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের উদ্যোগে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন প্রফেরস ড. এস.এম কবির।

কর্মশালায় বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মদক্ষতা তৈরী ও দক্ষতার মানোন্নয়নের ব্যাপারে আলোচনা পেশ করা হয়।##

পছন্দের আরো পোস্ট