ইউল্যাবে লোকবক্তৃতা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এ “দ্য স্পাইরাল অব সাইলেন্স” শীর্ষক লোকবক্তৃতা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগ শনিবার (২০ আগস্ট) ছায়ানট অডিটরিয়ামে বিভাগের নিয়মিত প্রোগ্রাম ‘কারিকুলাম ইন্টিগ্রেশন’ এর অংশ হিসেবে এ প্রদর্শনী ও লোকবক্তৃতার আয়োজন করে। প্রতি সেমিস্টার শেষে একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য করে ‘কারিকুলাম ইন্টিগ্রেশন’ প্রোগ্রামের আয়োজন করা হয়।

Post MIddle

লোকবক্তৃতায় আলোচক ছিলেন ইউল্যাবের সেন্টার ফর এডভান্সড থিওরী এর পরিচালক প্রফেসর সলিমুল্লাহ খান ও ভারতের পলিটিক্যাল সায়েন্স সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্স এর সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম। ইউল্যাবের শিক্ষক সুমন রহমান অনুষ্ঠান পরিচালনা করেন। পরে চলচ্চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান।##

পছন্দের আরো পোস্ট