বন্যা দূর্গতদের মাঝে আশার ত্রান বিতরণ

2গত (১৯ আগস্ট) আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ইকবাল আহমদ-এর নেতৃত্বে শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বন্যা দূর্গত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের এ কার্যক্রমে দুস্থ ৪৫০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, চিড়া, গুড় ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের তৈরী খাবার স্যালাইন। ত্রান বিতরণ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক জনাব কার্তিক চন্দ্র মন্ডল, ড. মোঃ ওয়াহিদুল হাবিব এবং সিনিয়র লেকচারার জনাব মোঃ মাহমুদুল হক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও একাজে অংশগ্রহণ করেন।

এসময় কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ত্রান বিতরণ কাজের সার্বিক সহযোগিতা করেন।

পছন্দের আরো পোস্ট