৩য় ওয়ার্ড-ইউআইইউ এইচ আর সামিট অনুষ্ঠিত

ওয়ার্ল্ড একাডেমি ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (ওয়ার্ড) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে ১৯ শে আগষ্ট “৩য় ওয়ার্ড- ইউআইইউ এইচ আর সামিট” আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয়ঃ “এর্মাজিং ট্রেন্ডস ইন স্ট্র্যাটেজিক এইচআরএম”।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ, পরিচালক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় । জনাব মোঃ মোশাররফ হুসাইন (প্রেসিডেন্ট অব এপিএফ এইচআরএম এবং বিএসএইচআরএম) অনুষ্ঠানটির মূল বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়াও জনাব প্রমোদ সদর যোশী, আঞ্চলিক পরিচালক, ওরাকল-ইনডিয়া, নূর মোহাম্মদ, পরিচালক, গ্লাকেনাস্মিথ লাইন বাংলাদেশ, জনাব রুপক মোহাম্মদ নাসরুল্লাহ জায়দী, প্রধান মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, মিস আলকনা কে চৌধুরী, পরিচালক, এইচআর এসটিএস গ্রুপ, জনাব কাজী রাকিবুদ্দিন আহমেদ , প্রধান মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা, আনোয়ার গ্রুপ, জনাব জিশু তরফদার, সিইও, কর্পোরেট কোচ, মানব সম্পদ উন্নয়নের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানের আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো লনচিং অফ “সাইকোমেট্রিক টেস্ট ফর রিক্রুটমেন্ট এন্ড টেলেন্ট ডেভেলপমেন্ট” যা বাংলাদেশে প্রথম বারের মত যৌথভাবে চালু করতে যাচ্ছে ওয়ার্ড এবং আর্চ প্রোফাইল (কানাডা)

উক্ত অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক এইচআর প্রফেশনাল অংশ গ্রহণ করেন। ওরাকল স্ট্র্যাটিজিক পার্টনার, রাকিন গোল্ড স্পন্সর, চ্যানেল আই ও দৈনিক সমকাল মিডিয়া পার্টনার, দ্যা ডেইলি ষ্টার ইয়থ এনগেজম্যানন্ট পার্টনার এবং ট্রান্সকম বেভারেজ পার্টনার হিসাবে উক্ত অনুষ্ঠানে সহযোগীতা করে।##

পছন্দের আরো পোস্ট