কুয়েটে আইকিউএসি কর্মশালা অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী “গুড গভর্ননেন্স (অফিস এন্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট)” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) সকাল ০৯ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. তারাপদ ভৌমিক এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক এ্যাডমিনিসট্রেশন বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. তোফায়েল আহমেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস এ্যাডমিনিসট্রেশনের সাবেক পরিচালক প্রফেসর ড. অভিনয় চন্দ্র সাহা এবং ওয়ার্কশপটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) মনোজ কুমার মজুমদার।

ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, প্রভোষ্টবৃন্দ, দপ্তর প্রধানগণ, শাখা প্রধানগণসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।##

পছন্দের আরো পোস্ট