সাদার্নে ক্যারিয়ার প্রোফাইল বিষয়ক কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে “এসেন্সিয়াল অব ক্যারিয়ার প্রোফাইল” বিষয়ক কর্মশালা সম্প্রতি কনফারেন্স রুমে অনুিষ্ঠত হয়েছে। একাডেমিক কোর্সের অংশ হিসেবে বিবিএ শিক্ষার্থীদের ইন্ট্রুডেকশান টু বিজিনেস অ্যান্ড প্রিন্সিপাল অব ম্যানেজমেন্ট বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধকরণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এ কর্মশালায় আযোজন করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন ডিজিএম এইচআর, বিজিনেস পার্টনার অব গ্রামীণফোনের মো. মেহেদী হাসান বিন গনি ।

Post MIddle

ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় বিবিএ’র ৬৩ জন শিক্ষার্থী অংশ নেন। এতে প্রশিক্ষক দুই শিফটে ক্যারিয়ার প্ল্যানিং ও উন্নয়ন, বুদ্ধিদীপ্ত সিভি লিখনের কৌশল, কাজের পরিবেশ, পোশাক-পরিচ্ছদ পরিধানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়ম-কানুনসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট