কওমি শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ গঠিত

কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে ‘কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ’। মুফতি আবুল কাসেমকে আহ্বায়ক ও মাওলানা ইয়াহইয়া মাহমুদকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে মজলিসে আমেলা ও শূরার দুটি কমিটি।

Post MIddle

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁও ইকরা মিলনায়তনে অনুষ্ঠিত এক উলামা বৈঠকে এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়। শিগগিরই কওমিস সনদের স্বীকৃতি আসছে- এই চিন্তা থেকেই এই পরিষদ গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার পরিষদের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার স্বীকৃতি প্রদানের যে আশ্বাস দিয়েছেন এর পরিপ্রেক্ষিতেই ‘কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়েছে। এ সংগঠন জনমত তৈরি, স্বীকৃতির পক্ষে গণস্বাক্ষর গ্রহণ, মাদরাসাগুলোর ঐকমত্য গ্রহণ, সেমিনার ও আলোচনাসভা ও নানা রকম কর্মসূচির মাধ্যমে সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য কাজ করে যাবে। দেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে বলেও পরিষদের প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।#

পছন্দের আরো পোস্ট