ব্যর্থ মনোরথের সীমান্তে

পূর্ব প্রেমিকার সাথে যেখানটাতে

বসে গল্প জমে উঠতে
সেখানে আজ দূর্বাঘাসে ভরে গেছে
সেখানে কীট পতঙ্গের বিচরণ খুব
আজ আর ও দিকটায় যাওয়া হয়না
বসা হয় না

 

Post MIddle

ও দিকে ফিরলেই মনে হয়
সে আসবে আর ও কিছুক্ষণ অপেক্ষা করি
তারপর কিছু সময় পেরোলে
মনে পড়ে চেতন ঊষার আবির্ভাবে
সেতো এ পথ ভুলে গেছে

 

এ পথ এখন খুব অচেনা
আজও তার উম্মুক্ত পিঠের হেলান
দেওয়া সেই দেওয়ালটাকে স্পর্শ
করলেই,সে জীবন্ত হয়ে ওঠে
নিমিষে।
হাহাকার ব্যর্থমনোরথের সীমান্তে…

পছন্দের আরো পোস্ট