বেরোবিতে এআইএস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহশিক্ষামূলক সংগঠন ‘এআইএস ক্লাব’ -এর ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Post MIddle

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উক্ত নির্বাচনের ভোট গ্রহন চলে। ভোট গ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করা হয় সন্ধ্যা ৬টায়। এআইএস ক্লাবের ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে বাঘ প্রতীকে ২০৬ ভোট পেয়ে সেক্রেটারি পদে ৬ষ্ঠ ব্যাচের মাসুদ রানা এবং টিয়া পাখি প্রতীকে ১৮৬ ভোট পেয়ে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ৭ম ব্যাচের সাধন কুমার। অন্যদিকে ট্রেজারার পদে মাত্র একজন প্রার্থী থাকায় নবনির্বাচিত নির্বাহী সদস্যরা “না” ভোটের বিপরীতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে উক্ত ট্রেজারার পদে নির্বাচিত করেন ৫ম ব্যাচের মেহেদি হাসান বাঁধন -কে।

এছাড়া বিভিন্ন ব্যাচ থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন রাজীব (৫ম ব্যাচ), সালমান (৫ম ব্যাচ), রায়হান (৫ম ব্যাচ), শামিউল (৬ষ্ঠ ব্যাচ), জাহিদ (৬ষ্ঠ ব্যাচ), বাসুদেব (৬ষ্ঠ ব্যাচ), আল আমীন (৭ম ব্যাচ), নাদিম (৭ম ব্যাচ), স্পর্শ (৭ম ব্যাচ), জয় (৮ম ব্যাচ), রাফি (৮ম ব্যাচ), হাফিজ (৮ম ব্যাচ)।

এআইএস ক্লাবের ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটি -এর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ.কে.জিলানি সরকার, শাহাদত হোসেন শুভ, আবুলকালাম আজাদ।

এআইএস ক্লাবের নবনির্বাচিত ট্রেজারার মেহেদি হাসান বাঁধন বিআরইউআর টুডে-কে বলেন, “সকলের অংশগ্রহণ মুলক, জবাবদিহিতা এবং স্বচ্ছ হিসাব ব্যবস্থা রাখার পাশাপাশি এআইএস ক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন বিষয়ে বিভাগের সকলের সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, এআইএস ক্লাব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে। এআইএস ক্লাবের এবারের ২০১৬-১৭ কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের সহকারী অধ্যাপক আমির শরীফ।#

পছন্দের আরো পোস্ট