কুবির উত্তরবঙ্গ পরিষদের ত্রাণ বিতরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর উত্তরবঙ্গ ছাত্র পরিষদ দেশের উত্তরাঞ্চলের বন্যাকবলিত প্রায় ৩২০ টি পরিবারে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

Post MIddle

গত রবিবার সকাল থেকে দুপুরব্যাপী কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সদস্যগণ বন্যাকবলিত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন দুধকুমার নদীর পূর্বচর এলাকার একাধিক স্থানে প্রায় ৩২০ টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর আগে ত্রাণ বিতরণের কর্মসূচি হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণের স্লিপ বিতরণ করেন পরিষদের সদস্যরা।

কর্মসূচির অনুভূতি জানতে চাইলে পরিষদের সদস্য সফিউর রহমান সাগর বলেন, ‘বানবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। অসহায় মানুষদের সামান্য হাসি আমার কাছে পৃথিবীর সবচাইতে বড় পাওয়া মনে হয়েছে। দেশের সব মানুষেরা যদি তাদের সাহায্যে এগিয়ে আসতো তাহলে তাদের কোন কষ্টই থাকতো না।’

উল্লেখ্য, ত্রাণ বিতরনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন, উত্তরবঙ্গ ছাত্র পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক প্রবিরসহ পরিষদের অন্যান্য সদস্য সাগর, শামীম প্রমুখ।

আরএইচ

পছন্দের আরো পোস্ট