ইউনাইটেড ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হয়েছে।

Post MIddle

আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আদর্শ ও নেতৃত্বের উপর আলোচনা করা হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান, স্কুল অব বিজনেস এবং ইকোনোমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা, প্রফেসর ড. মোঃ আবু সাকলাইন, প্রফেসর ড. হাসান সারোয়ার এবং স্টুডেন্ট এফেয়ার্স পরিচালক জনাব মনজুরুল ইসলাম খান।

ইউআইইউ ভারপ্রাপ্ত উপচার্য বলেন- বঙ্গবন্ধুর জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজ ও দেশ উন্নয়নে কাজ করতে হবে। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

পছন্দের আরো পোস্ট