কারিগরি বোর্ডে পাসের হার ৮৪.৫৭

HSC1কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় পাসের হার কিছুটা কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা।

Post MIddle

এ বোর্ডে এক লাখ ২ হাজার ২৪৮জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৬ হাজার ৪৬৯ জন। পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৮৭জন।

গত বছর এ বোর্ডে ৯৮ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ৮৪ হাজার ১২৫জন। পাসের হার ছিল ৮৫দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৩০ জন।

কারিগরি বোর্ডের ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৭২ হাজার ২৩১জন। পাস করেছে ৬০ হাজার ১৯জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৩৪জন। আর ৩০ হাজার ১৭ জন ছাত্রী পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ হাজার ৪৫০জন। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৩৫৩জন।

এ বোর্ডে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) শাখার ৯২ হাজার ৯৪০জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০হাজার ২০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫১১জন। এইচএসসি (ভোকেশনাল) শাখার ৯ হাজার ১৭জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৯৮৭জন। জিপিএ-৫ পেয়েছে ৭৫জন। এছাড়া ডিপ্লোমা ইন কমার্স শাখার ২৯১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭৭জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট