সিরাজগঞ্জের বন্যাদূর্গতদের জন্য সাহায্যের আবেদন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের বন্যাদূর্গতদের জন্য মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বন্যাদূর্গতদের জন্য সাহায্যের আবেদন জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে একটি লিখিত বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ওই উপজেলার প্রায় ৪০০টি গ্রামের মানুষ ১৫ দিনযাবৎ পানিবন্দী। এ পর্যন্ত পানিতে ডুবে মারা গেছে ১০ জন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও অন্যান্য এলাকায় এখনো ত্রাণসামগ্রী পৌছানো সম্ভব হয়নি।
তাই রাবির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ স্লোগানে ওই সব এলাকার পানিবন্দী মানুষদের সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।