শুভাগমনের দিন

faruk khan

 

শুভাগমনের দিন-
নীল গগনের চূড়ায় ছিলো ভাসমান সুর
বৃক্ষের পাতা ছিলো অপেক্ষায়।
সকালের শিশির ঘাসের ডগায়
পবিত্র করতে তোমার শুভাগমন।

 

বিলীন হয়নি রবি এঁকেছে প্রতিচ্ছবি
বাতাসের কানাকানি এঁকে নয়ন মণি
আজও অপেক্ষার জাল বুনে।

 

faruk khanশুভ হোক জীবনের যতো পথ
রঙিন হোক তব পদচিহ্ন
শৃঙ্খল ভাঙ্গো, মুক্ত করো সকল জরাজীর্ণ।

 

 

ফারুক খান
রাজশাহী বিশ্ববিদ্যালয়

পছন্দের আরো পোস্ট