
আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায
আজ ১৭ আগস্ট বিকেল ৪ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন “৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ক্ষমতা দখলকারী গোষ্ঠী যেখানে বঁঙ্গবন্ধুর নাম রাষ্ট্রীয় অনুষ্ঠান ও প্রচার মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা সহ ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, সেখানে মাত্র ৪১ বছরের ব্যবধানে বঙ্গবন্ধু আজ ১৬ কোটি মানুষের মনে সার্বজনীন হয়ে স্বমহিমায় উদ্ভাসিত হয়েছেন।

একই কারণে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এ বছর তার তথাকথিত জন্মদিন পালনের কদার্য অনুষ্ঠান করা থেকে বিরত থেকেছেন। বাঙালি জাতি ও জনগণের জন্য যে বঁঙ্গবন্ধু নিজের সবকিছু উৎসর্গ করেছেন, তাঁর কোনো মৃত্যূ নেই। তিনি বাঙালির হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সুভাষ সিংহ রায় বক্তব্য রাখেন।