জাতির শীর্ষ ধারক

হে নাবিক, এসো ফিরে এ মাঠে,
অপেক্ষায় ওরা আছে এ ঘাটে।

 

দেখছো না চারিদিকে কত হৈ চৈ,
ওরা সব নিলো তাও আবার দুধো দই।

 

আপন পেট পুরে পাহাড় গড়ে তুলে,
আমাদের আহার, আমাদেরই নিচে ফেলে।

 

তুমি জান! ওরা অস্থির হয়ে থাকে,
বুলেট ছুড়ে মারে আমাদেরই বুকে।

 

ঝাজরা হয়ে রক্তে লাল হয়ে যায় রাজ পথ,
আর্জি করিলে, ভয় ভীতিতে সত্যকে করে বত।

 

Post MIddle

শত বাধা উপেক্ষা করে কেস করিলে কোর্টে,
ওদের হাত করে মামলা করে পেটে!!

কোন ফায়দা আসে না ফোর ধরে ঠেসে,
উল্টো কেসে আমাদেরই দেয় ফেসে।

 

 

শুধু ওরাই নহে ওদের স্বজাতিরাও,
জুলুম-অত্যাচার থেকে মোদের মুক্তি দাও।

 

হে নাবিক, আর কত দেরি আর কত প্রান্তর,
মোদের মুক্তির লাগি এসে হাল ধর।

 

মাঝি মাল্লারা হেথায় এসে করছে গরমর,
অচল তসবি আলোয় বহিতে শীষ্রই সচল কর।।
নুর ইসলাম সংগ্রাম,
শিক্ষার্থী, রসায়ন বিভাগ,বেরোবি।
ও লেখক ও সাংবাদিক
Email:sangrambru95@gmail.com

পছন্দের আরো পোস্ট