সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষাঙ্গনে শোক দিবস পালিত

সাতক্ষীরায় বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলিত হয়। এসময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নিচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি তুলে ধরা হলো :

Post MIddle

সাতক্ষীরা সরকারি কলেজ : সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী, শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাদেব চন্দ্র, ড. মোছাঃ নাসরিন আক্তার, মোস্তাফিজুর রহমান, শিউলি , মোঃ শাহিনুর রহমান, মোসলেম আলম, শফিকুল ইসলাম, মাহমুদা সুলতানা, মোঃ জিয়াউর রহমান, নিগার সুলতানা, আবুল কালাম আযাদ, মফিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা সিটি কলেজ : কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আজিবর রহমান, তপন কুমার দে, আইচ তপন, আলতাফ হোসেন, ডাঃ দিপক কুমার ঘোষ, মো. ইউনুচ আলী, কৃষ্ণপদ সরকার, জাহাঙ্গীর আলম বাপ্পী, শফিউল আলম, জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সিটি কলেজ ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

সাতক্ষীরা দিবা নৈশ কলেজ : কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. ময়নুল হাসান ও ক্রীড়া শিক্ষক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু প্রমুখ।

ছফুরননেছা মহিলা কলেজ : জাতীয় শোক দিবস উপলক্ষে ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসনের বর্নাঢ্য র‌্যালীতে অংশ নেয়। পরে কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহারের সভাপতিত্বে কলেজে আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ : সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ মামুনুর রহমান, ডাঃ অমল বিশ্বাস, ডাঃ হরষিত চক্রবর্তী, ডাঃ এ.এইচ এস কামরুজ্জামান, ডাঃ খান গোলাম মোস্তফা, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ মামুনুর রশিদ, ডাঃ সুজন কুমার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ মো. নাসির উদ্দিন।

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এছাড়া আরো বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, সহ সভাপতি শেখ তৌহিদুর রহমান ডাবলু, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক নূর আহম্মাদ, প্রভাষক রেজাউল করিম, সহকারী শিক্ষক শহিদুল আলম, শহিদুল ইসলাম, আব্দুল করিম, আবুল বাশার, মিজানুর রহমান, শিক্ষক সাইফুল আলম ছিদ্দিকী প্রমুখ।

সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় : সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, সিনিয়র শিক্ষক অলোক কুমার তরফদার, ইয়াহিয়া ইকবাল, আনিছুর রহমান, মাহবুবুর রহমান, আলাউদ্দিন, হাবিবা ও সোহেলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন আবুল খায়ের।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সমরেশ কুমার দাশ, গাজী মোমিন উদ্দিন, সিরাজুল ইসলাম, রোকেয়া সুলতানা, শারমীন সুলতানা প্রমুখ।

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ : সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মুহাম্মদ ফেরদৌস আরেফীন, ইন্সট্রাক্টর মো. আনিসুর রহমান, ইন্সট্রাক্টর রঞ্জন কুমার সরকার, ইন্সট্রাক্টর মো. আবুল কালাম আজাদ, ইন্সট্রাক্টর মোস্তফা বাকী বিল্লাহ, ও ইন্সট্রাক্টর মো. সফিকুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা টাউন গালস স্কুল : সাতক্ষীরা টাউন গালস স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন বানু, সহকারি প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, সোলাইমান উদ্দিন, শেখ আলমগীর হোসেন, আফজাল হোসেন, মঞ্জুরুর রব, দুলাল চন্দ্র ঘোষ, সিদ্দিকুজ্জামান, লক্ষী দত্ত, মাছুমা আক্তার প্রমুখ।

সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় : সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু। আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মালেক গাজী, সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, শিক্ষক নাজমুল লায়লা, আক্তারুজ্জামান, মো. ফারুক হোসেন, মো. তৈবুর রহমান ও মো. কবির আহম্মেদ প্রমুখ। বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রসায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা শামছুজ্জামানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক মুহাঃ সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, ইউনুছ আলী, সিরাজুল ইসলাম, ক্বারী আঃ খালেক, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

মাহমুদপুর আলিম মাদ্রাসা : মাস্টার কাছেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদের, অধ্যক্ষ নাসির উদ্দিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আজাদুল ইসলাম।#

পছন্দের আরো পোস্ট