বিকাশে দেয়া যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক শ্রেণীতে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা বিকাশের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ব্যাপারে দেশের মোবাইল ফিন্যান্সিয়ালসেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকাশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

Post MIddle

বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রেজাউল হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভুঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান এবং বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দীন মোহাম্মদ রাহগীর, হেড অব বিজনেস সেলস গোলাম আঞ্জুমানারুল ইসলাম, চ্যানেল ম্যানেজার আহসানুল কবির এবং অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দ নাইম আহমেদ।##

পছন্দের আরো পোস্ট