
ঢাবিতে ভারত-বাংলাদেশ চিত্র প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচদিনব্যাপী ‘ভারত বাংলাদেশ চিত্র প্রদর্শনী’ মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। অনুষ্ঠানে ১১-১৩ আগস্ট পর্যন্ত চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর প্রদর্শনী উন্মোচন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।##