ঢাবিতে আলোচনা অনুষ্ঠানের সমাপণী
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে এবং Friedrich-Ebert-Stiftung (FES)এর সহযোগিতায় University of Dhaka: In Search for Excellence: Issues, Policies and Recommendations শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সমাপণী অনুষ্ঠান আজ (১৬ আগস্ট ২০১৬) মঙ্গলবার বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন FES এর আবাসিক প্রতিনিধি ফ্রানজিসকা কর্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ প্রমুখ।