এডুকেশন লিডারশীপ এওয়ার্ড পেলেন কাইউম রেজা চৌধুরী

BeautyPlus_20160814180516_saveইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর ট্র্যাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইউম রেজা চৌধুরী এশিয়া এডুকেশন লিডারশীপ এওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন । এশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদগণের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড তাঁকে ২০১৬ সালের জন্য এই সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত করেন। গত ৫ আগস্ট সিঙ্গাপুর প্যান প্যাসিফিক মেরিনা স্কয়ারে অনুষ্ঠিতব্য বিশ্ব শিক্ষা কংগ্রেসে এডুকেশন লিডারশীপ এওয়ার্ড -২০১৬ এ পুরস্কার গ্রহন করেন তিনি ।

Post MIddle

উল্লেখ্য,এশিয়ার শিক্ষা এক্রেলেন্স একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পুরস্কার। সিএমও এশিয়া, বিশ্ব শিক্ষা কংগ্রেস এর গবেষণা সহযোগী হিসেবে, এশিয়ার শ্রেষ্ঠ ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে যাঁরা স্ব স্ব ক্ষেত্রে রোল মডেল বা দৃষ্টান্তমূলক নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে এ মর্যাদাসম্মপন্ন পুরস্কারে ভূষিত করা হয়। যারা অন্যের জীবনে একটু পার্থক্য করেন, যাদের কাজ ও দৃষ্টিভঙ্গি সমাজ পরিবর্তনে অবদান রাখে, বিশেষত একটি ইতিবাচক বা মূল পার্থক্য তৈরি করেছেন তাঁদেরকে এই পুরস্কারের জন্য মনোনিত করা হয়।

জনাব চৌধুরী একমাত্র ব্যক্তি যিনি প্রাইভেট সেক্টর থেকে এ সন্মানজনক পুরস্কার পেলেন।

পছন্দের আরো পোস্ট