বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাউবির পুষ্পার্ঘ অর্পণ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পালিত হয়। এদিন উপাচার্য প্রফেসর ড. এম এ মাননান-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ করে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সকালে বাউবি’র মূল ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “স্বাধীনতা চিরন্তন” ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কোরআন খানি, গাজীপুরে মুল ক্যাম্পাসে মসজিদে দোয়া মাহফিল, কাঙালি ভোজ, ক্যাম্পাসের শিশু কিশোর ও নিকটবর্তী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা আনুষ্ঠিত হয়।
এ দিনে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ দেশ জুড়ে সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও ব্যানার টাঙ্গানো হয়। ##