জাবি শিক্ষার্থীদের মাঝে অসমাপ্ত আত্মজীবনী বিতরণ
১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের নবীনগর শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফ উদ্দিনের অর্থায়নে এ বই প্রদান করা হয়।
সোমবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ওই হলের শিক্ষার্থীদের হাতে এ আত্মজীবনী তুলে দেন তিনি।এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা এখনো নানা ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ##