জাগরণী চক্র ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

সাতক্ষীরা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে সংযোগ ও উজ্জিবিত প্রকল্পের অতি দরিদ্র মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে ১৮,০০০ (আঠারো হাজার) টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-পরিচালক অদিতি আরজু।

সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইনান্স প্রোগ্রামের পরিচালক মোঃ আজিজুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম. এম মিজানুর রহমান, জোনাল ম্যানেজার, সাতক্ষীরা, জাগরণী চক্র ফাউন্ডেশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বজলুর রশিদ, সংযোগ প্রকল্পের প্রকল্প সমন্নয়কারী।

পছন্দের আরো পোস্ট