ইস্ট ওয়েস্টে জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। ভোর ৫ টা ৩৪ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধ-নমিত করার মাধ্যমে এ দিনের কর্মসূচী শুরু হয়। অর্ধ-নমিত জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান।

Post MIddle

এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নির্মম ভাবে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা অংশ নেন।#

পছন্দের আরো পোস্ট