ইউল্যাবে মাইক্রোসফটের ওয়ার্কশপ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ধানমণ্ডির ইউল্যাবের সি এস ই ডিপার্টমেন্ট ও কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হল বেসিক কম্পিউটার প্রোগ্রামিং এবং নেটওয়ারকিং ওয়ার্কশপ।

Post MIddle

ওয়ার্কশপটির ট্রেইনার হিসেবে ছিলেন ভার্সিটির তিন মেধাবী ছাত্র এম এ নকিব, ইয়াসিন চৌধুরি ও কৌশিক শর্মা। চার ঘণ্টার এই ওয়ার্কশপে ছাত্র ছাত্রী দের কম্পিউটারের বেসিক ধারনা, ট্রাবল শুটিং, প্রোগ্রামিং ধারনা ছাড়াও নেটওয়ারকিং এর উপর প্র‍্যাকটিক্যাল ধারনা দেওয়া হয়।

ভার্সিটির এই ওয়ার্কশপ টি মুলত মাইক্রোসফট এর নির্বাচিত স্টুডেন্টস পার্টনার দের ছিল। এখানে ছাত্ররা কিভাবে মাইক্রোসফট ব্যবহার করবে সে কথা বলেন ভার্সিটির মেধাবি ছাত্র ও মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার লীড এম এ নকিব।

ওয়ার্কশপটির শেষে ছাত্র ছাত্রী দের হাতে সার্টিফিকেট তুলে দেন কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব এর উপদেষ্টা সৌগত বোস। ভবিষ্যৎ এ মাইক্রোসফট এর সাথে ইউল্যাব এর সিএসই ডিপার্টমেন্ট আরও কাজ করবে বলেও আশ্বাস দেন ভার্সিটি এই শিক্ষক।#

পছন্দের আরো পোস্ট