বাকৃবিতে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে ঐ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Post MIddle

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে শিশু-কিশোর কাউন্সিল। শিশু-কিশোর কাউন্সিল আয়োজিত ঐ চিত্রাংকন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্লে গ্রুপ থেকে দশম শ্রেনির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরে উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ ড. আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।##

পছন্দের আরো পোস্ট