জাবিতে সেপ দ্যা ড্রিম

jumuna (1)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েসন এর আয়োজনে মোটিভেশন প্রদানকারি প্রোগ্রাম সেপ দ্যা ড্রিম আজ (১৪ ই আগস্ট) রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন তরুণ সমাজের রোল মডেল ওসামা বিন নূর, যিনি কিছুদিন পূর্বে ব্রিটেন এর রাণী কর্তৃক কুইন এলিজাবেথ এওয়ার্ডে ভূষিত হয়েছেন।

ফোর্বস ম্যাগাজিনের মতে তিনি বিশ্বের সেরা ৩০ জন কমবয়সী যুবকদের মধ্যে একজন। এ প্রোগ্রামে আরও ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ২৪ তম আবর্তনের কাউন্টার টেরোরিজমের এডিসি সানোয়ার হোসেন।এছাড়াও আরও বক্তব্য রাখেন সেরা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এস. এম. সৈকত যিনি UN Habitat Gi Youth Adviser।

Post MIddle

আর সর্বশেষ চমক হিসেবে উপস্থিত ছিলেন মিরাক্কেল আক্কেল চালেঞ্জার সেশন ৯ এর চতুর্থ স্থান অর্জনকারী বাংলাদেশ এর কৃতি সন্তান ইমদাদুল হক হৃদয়।

এই ৪ জন স্পিকার বিভিন্ন ইনটারেকটিভ সেশনের মাধ্যমে আগত শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদান করার পাশাপাশি মোটিভেশন প্রদান করেন। এ প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুমুনার সেক্রেটারী জেনারেল রিয়াজুল করিম।

পছন্দের আরো পোস্ট