ঢাবিতে জঙ্গী বিরোধী আলোচনা সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঊষা কতৃক ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সামনে জঙ্গিবাদ বিরোধী এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Post MIddle

উক্ত আলোচনা সভায় ঊষা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক খন্দকার আহসান হাবীব শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদের কুফল তুলে ধরে বলেন, সোনার বাংলার মানুষেরা সংঘাত, হানাহানি, রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাই না, আমদের সুখী, সমৃদ্ধ, উন্নত ও ডিজিটাল বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় তরুন সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। জঙ্গিরা শুধু সমাজের শত্রু নয় এরা নিজ পরিবারেরও শত্রু, তাদেরকে ব্যবহার করে স্বাধীনতা বিরোধীরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাই, যা বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলার স্বপ্নকে বাধাগ্রস্ত করে, আমাদের সকলকে এ ব্যপারে সচেতন থাকতে হবে।

বাংলা ভাষা সংষ্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ইতিহাস জানার উপর গুরুত্ব আরোপ করে, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা চর্চা করানোর লক্ষে আগামী ১৭ আগস্ট একটি ফুটবল ম্যাচের আয়োজন করার সিদ্ধান্ত নেন এ আলোচনা সভায়।#

পছন্দের আরো পোস্ট