১৫ আগস্টে ইবি বঙ্গবন্ধু পরিষদের কর্মসূচি

IU Logoজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবস ২০১৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী ১৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে হতে শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হবে।

বেলা ১১টায় ক্যাম্পাস্থ ক্লাবে “বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি” শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সেখানে দুপুর ১.৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে এবং দুপুর ২টায় গরীব ও দুখিদের মধ্যে খাদ্য বিরতণ করা হবে।

পছন্দের আরো পোস্ট