ইবির ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রীতি বিতর্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রীতি বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আরিফা সুলতানাকে সভাপতি ও আফরিন নাহার শ্রাবণীকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল চারটায় বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের মিলনায়তনে হল ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রীতি বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। হল ডিবেটিং সোসাইটির মডারেটর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তিয়াসা চাকমার সার্বিক তত্বাবধানে ছাত্রীদের দুটি দল বিতর্কে অংশ গ্রহণ নেয়। “আইন প্রয়োগের ফলেই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব” প্রতিপাদ্য বিষয়ের উপর সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়।

Post MIddle

বিতর্ক প্রতিযোগীতা শেষে সানজিদা নাহরিনের সঞ্চালনায় ও হল ডিবেটিং সোসাইটির সভাপতি আনিকা তাবাসসুমের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর দেবাশীষ শর্মা, শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক ফৌজিয়া খাতুন ও কামরুন্নাহার। এসময় হল ডিবেটিং সোসাইটির নব কমিটিতে সভাপতি হিসেবে গণিত বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের আরিফা সুলতানাকে ও সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের আফরিন নাহার শ্রাবণীকে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দা মারুফা ইয়াসমিন, সানজিদা নাহরিন, যুগ্ম-সম্পাদক সাবিনা ইয়াসমিন ববি, সহ-যুগ্ম সম্পাদক অহিনা মোস্তফা, অর্থ সম্পাদক শামছিয়া আক্তার গতি, সহ-অর্থ সম্পাদক মেরিনা খাতুন, যুগ্ম অর্থ সম্পাদক মোহসিনা আক্তার, প্রচার সম্পাদক আয়েশা সিদ্দিকা এশা, সহ-প্রচার সম্পাদক তানিয়া আক্তার, য্গ্মু প্রচার সম্পাদক মৌসুমী, ব্যবস্থাপনা সম্পাদক অবন্তি মৌশান, সহ ব্যবস্থাপনা সম্পাদক ফাতেমাতুজ জোহরা মৌ, যুগ্ম ব্যবস্থাপনা সম্পাদক মরিয়ম খাতুন, বিতর্ক গবেষণা সম্পাদক মুক্তা পাল, সহ বিতর্ক গবেষণ সম্পাদক খাদিজা খাতুন, নির্বাহী সদস্য নুজহাত জাহান তান্নি, সুমাইয়া শাম্মী, সুমাইয়া ইয়াসমিন, মাহফুজা ইয়াসমিন, তানিয়া পারভিন আখি, শামীমা নাসরিন, লবি ও উম্মে তামিমা খানম।##

পছন্দের আরো পোস্ট