বাকৃবিতে দুইদিন ব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী শুরু

BAUPS Photo Exhibition Pic4বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (বাউপিএস) এর উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি কনটেস্ট এর দুই দিন ব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনী শুরু হয়েছে।

Post MIddle

বৃহ:পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামীকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত।

জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (বাউপিএস) এর উদ্যোগে আয়োজিত ঐ ফটোগ্রাফি কনটেস্টে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফারদের তোলা ৩৪টি ছবি প্রদর্শিত হচ্ছে।

BAUPS Photo Exhibition Pic2

আগামীকাল শুক্রবার কনটেস্ট এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আকবর স্বশরীরে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (বাউপিএস) এর উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি কনটেস্ট এর বিচারক হিসেবে রয়েছেন শাহজালাল সরকার, সাকলাইন নিয়ন ও দেবাশীষ ডুব।

পছন্দের আরো পোস্ট