বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন

DSC_0513সোমবার দুপুরে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের কদিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহওনেওয়াজ পারভীন, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় উপিস্থত ছিলেন, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম কবির, সহকারী শিক্ষা কর্মকর্তা অরিফুজ্জামান আরিফ, উপ সহকারী শিক্ষা কর্মকর্তা, রেজাউল করিম।

আরোও উপস্থিত ছিলেন বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক এমদাদুল হক, সাতশিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উজ্জল হোসেন, ইউপি সচিব মশিউর রহমান, উদোক্তা আপেল, ইউপি সদস্য এনামুল হক, নিছার উদ্দিন, ডা: মঞ্জুরুল ইসলাম হাসান, রবিউল ইসলাম বোবলা, মিজানুর রহমান, আব্দুল জলিল, মহিলা সদস্যা শিউলী বেগম, আজেদা বেগম, রানী মা বেগম, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সভাপতি মাছুদ রানা জুয়েল, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ইয়াকুব আলী, নজরুল ইসলা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত রহমান, আবু বাসার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

পছন্দের আরো পোস্ট