ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান প্রতিনিধির সাক্ষাৎ

Pic. Japaneseজাপানের এটোমসিস্টেম কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট তেতসুয়া হোসোনো আজ (১১ আগস্ট) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: হাসানুজ্জামান এবং অটোম এপি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্স-এর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের বিষয়ে মত বিনিময় করা হয়। এ ব্যাপারে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা সম্মত হন।

পছন্দের আরো পোস্ট