সাদার্নে ফলপ্রসূ দলগঠন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে “ফলপ্রসূ দলগঠন” বিষয়ক কর্মশালা সম্প্রতি কনফারেন্স রুমে অনুিষ্ঠত হয়েছে। একাডেমিক কোর্সের অংশ হিসেবে এমবিএ শিক্ষার্থীদের অর্গানিজেশনাল ডেভেলপমেন্ট বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধকরণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এ কর্মশালায় আযোজন করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো’র কর্মকর্তা ড. কাজী গোলাম ফারুক।

Post MIddle

ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় এমবিএ’র ৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। এতে প্রশিক্ষক দলগঠনের বিভিন্ন ইস্যু যেমন দল তৈরির পদ্ধতি ও চর্চা, প্রতিষ্ঠানে দলগত কাজের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।

পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।##

পছন্দের আরো পোস্ট