জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বনায়নের মাধ্যমে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বুধবার ( ১০ আগস্ট) জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন।

Post MIddle

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি রুপে যে খ্যাতি লাভ করেছে তা সম্ভব হয়েছে বনায়নের মাধ্যমে। আমাদের ক্যাম্পাসে বৃক্ষরোপণের যে ধারা আছে তা আমরা অব্যাহত রাখবো। আর যদি কোন কারণে গাছ কাটতে হয় তা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাটবো।

এ সময় তিনি বিরল প্রজাতির বৃক্ষ রোদ্রপলাশ, হলুদ শিমুল, ও বুদ্ধনারিকেলের চারা রোপণ করেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যাল কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহা. তালিম হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. মনোয়ার হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত প্রমুখ উপস্থিত ছিলেন। ##

পছন্দের আরো পোস্ট