জাককানইবিতে রবি ঠাকুরের প্রয়াণ দিবস পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে সোমবার (৮ আগস্ট) কলা ভবনের থিয়েটার হলে আলোচনা সভা, সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়।

Post MIddle

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। প্রধান অতিথি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও আদর্শ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রবীন্দ্রনাথ সম্পর্কে শিক্ষার্থীদের আরো উৎসাহিত ও সচেতন করতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন আবাসস্থল পরিদর্শনের উপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

3সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাহবুব হোসেন। সংগীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুশাররাত শবনম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সাহাবউদ্দিন।##

পছন্দের আরো পোস্ট