জাতীয় শোক দিবসে বাউবিতে নানা কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যাপক কর্মসূচী নিয়েছে।

বাউবি’র মূল ক্যাম্পাসসহ দেশ জুড়ে সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রে শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, ব্যানার টাঙ্গানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ প্রচার, মূল ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “স্বাধীনতা চিরন্তন” ম্যূরালে উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ, কোরআন খানি, দোয়া মাহফিল, কাঙালি ভোজ, কালোব্যাজ ধারণ ও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।
এছাড়াও রয়েছে ক্যাম্পাসের শিশু কিশোর ও নিকটবর্তী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা।
দিবসটি পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও আদর্শ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।##