জঙ্গিবাদ বিষয়ে স্বাশিপ এর গোলটেবিল আলোচনা

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় দেশের বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন জঙ্গীবাদের বিরুদ্ধে সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলার মাটিতে সন্ত্রাস জঙ্গীবাদের ঠাই হবে না। তারা ছাত্র শিক্ষক অভিভাবকসহ সকলকে আরো সতর্ক হওয়ার আহবান জানান।

Post MIddle

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা একথা বলেন। স্বাশিপ সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আক্তারুজ্জামান, শোলাকিয়া ঈদগাহ ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ.এস.এম মাকসুদ কামাল, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান চৌধুরী ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাশিপ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

আলোচনা সভায় মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন- যে দেশে জামাত-শিবির আছে, সেদেশে আইএস এর প্রয়োজন নেই। খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন সারা বিশ্বে যে প্রক্রিয়ায় সন্ত্রাসীদের দমন করা হয়, বাংলাদেশেও একই কায়দায় আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস দমন করছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার ষোল কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলার মাটিতে জঙ্গীবাদের কোন স্থান হতে পারে না।##

পছন্দের আরো পোস্ট