গণবিতে চলছে ফুটবল প্রতিযোগিতার অনুশীলন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আগামী ১১ আগষ্ট শুরু হতে যাচ্ছে আন্তঃ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা (ছেলে-মেয়ে)- ২০১৬। মঙ্গলবার (৮ আগষ্ট) সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে দেখা যায়, এ উপলক্ষ্যে বিভিন্ন বিভাগের ছেলে- মেয়েদের শেষ সময়ের অনুশীলন চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় কারও অনুশীলনের কোনো কমতি নেই। নিজ নিজ ডিপার্টমেন্টকে খেলায় এগিয়ে নিয়ে যেতে অনুশীলনে কমতি রাখছেনা কোন ডিপার্টমেন্টই।

তবে বর্ষার মৌসুম হওয়ায় কারণে মাঠ খেলার উপযুক্ত করতে বেশ খাটুনি করতে হয়  বিশ্ববিদ্যালয় প্রশাসনকে । ইতি মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সব রকম প্রস্ততি শেষ বলে জানিয়েছেন প্রশাসন।

Post MIddle

প্রত্যেক বিভাগ তাদের খেলোয়াড়দের ভালো করে গড়ে প্রশিক্ষণে মাঠে দায়িত্বে মাঠে রেখেছেন একজন করে শিক্ষক। তবে সার্বিক প্রশিক্ষণে সকল খেলোয়াড়দের গাইড করছেন বিশ্ববিদ্যালয়ের ২ জন ক্রীড়া শিক্ষক।

ক্রীড়া কমিটির প্রধান রফিকুল আলম বলেন, প্রত্যেক বিভাগ থেকে চূড়ান্ত খেলোয়াড়দের তালিকা আমারা হাতে পেয়েছি ও খেলার সকল প্রকার প্রস্তুতি আমরা ইতি মধ্যে শেষ করেছি। মাঠ এখন সম্পূর্ণ ভাবে প্রস্তুত।

উল্লেখ্য, এবারের ফুটবল প্রতিযোগিতা নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতিযোগিতায় ছেলেদের ১৪টি ও মেয়েদের ১২টি দল অংশ নিচ্ছে।#

পছন্দের আরো পোস্ট