ডিটিটিটিআইয়ের কর্মশালা

বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, ২০২০ সালের মধ্যে সরকার ঘোষিত ২০ শতাংশ কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তিনি এ শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। রোববার ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) প্রতিষ্ঠিত ডাম টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (ডিটিটিটিআই) পশ্চিম তেজতুরী বাজারের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘পেডাগজি ট্রেনিং ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং (টিভেট) ২২ শিক্ষক এ কর্মশালায় অংশগ্রহণ করছেন।

Post MIddle

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. কাজী শরীফুল আলম এবং ডামের নির্বাহী পরিচালক ড. এম এহছানুর রহমান।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট