চকরিয়া সরকারি স্কুলে জঙ্গিবিরোধী মানববন্ধন

চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পৌরশহরের চিরিঙ্গা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পালিত হয়েছে। রোববার ৭আগস্ট সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত চকরিয়া আবাসিক মহিলা কলেজের সামনে বিজয় মঞ্চ প্রাঙ্গণে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে- জঙ্গিবাদের প্রতিরোধে আজকের কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে শিক্ষাবান্ধব সরকারের উন্নয়ন কার্যক্রমের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট