বশেমুরবিপ্রবির বাংলা বিভাগে রবীন্দ্র ডকুমেন্টারি প্রদর্শনী

গোপালগঞ্জে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রবিবার বেলা ১২টার সময়ে রবীন্দ্রনাথের জীবন দর্শন সম্বন্ধীয় এক ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের এক কক্ষে প্রজেক্টরের মাধ্যমে বড়ো পর্দায় রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তসহ তাঁর নাটক বিসর্জন প্রদর্শিত হয়।

Post MIddle

এসময় প্রদর্শনের দায়িত্বে ছিলেন বিভাগটির বাংলা বিভাগের শ্রদ্ধেয় সভাপতি অাব্দুর রহমান (সাগর)। তার সঙ্গী ছিলেন বিভাগটির সম্মানীয় প্রভাষক মুমতাহানা মৌ ও সানজিদা হক মিশু।এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী। বিশ্বকবির মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে বিভাগটিতে এ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ডকুমেন্টারিতে রবীন্দ্র মূল্যবোধ ও তাঁর গভীর জীবন চৈতন্যের বিষয়টিই শিক্ষার্থীদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। তারা যেনো রবীন্দ্রনবোধের র্চেতনায় নিজেদের চেতনার জায়গাটিকে অারও প্রস্ফুটিত করতে পারে এরই ধারাবাহিকতায় বিভাগটিতে উপর্যুক্ত ডকুমেন্টারি প্রদর্শিত হয়।##

পছন্দের আরো পোস্ট