বন্যাদুর্গত মানুষের পাশে “অ,আ,ক,খ” স্কুল

সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী কর্তৃক পরিচালিত “অ,আ,ক,খ” স্কুলের উদ্যোগে রবিবার (৭ আগস্ট) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বেলকুচি উপজেলার পাঁচটি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি করে পিয়াজ ও আলু এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

Post MIddle

এসময় উপস্থিত ছিলেন “অ,আ,ক,খ” স্কুলের পরিচালক ডা.নাজমুল হোসাইন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসানুল বান্না, গণ বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃন্ত’ এর সভাপতি বিধান মুখার্জি সহ স্থানীয় প্রতিনিধিরা।

ঝড়ে পড়া, কর্মজীবি কিংবা শিক্ষা গ্রহণের মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিশুদের জন্য ‘সেন্টার ফর কমিউনিটি ডেভেলাপমেন্ট’ এর এই’বর্ণমালা’ প্রকল্প। যার অধীনে সারা দেশে পরিচালিত হচ্ছে শিক্ষা ও বৃত্তিমূলক কার্যক্রম, প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন স্কুল।##

পছন্দের আরো পোস্ট